লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাইয়ে অপহরণ মামলার ভিকটিম উদ্ধার সহ ২ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আসামীরা হলেন উজ্জল মিয়া ও জাহাঙ্গীর মিয়া।
লাখাই থানা সুত্রে জানা যায় লাখাই থানার অফিসার ইনসার্জ (ওসি) মোহাম্মদ নুনু মিয়ার দিকনির্দেশনায় থানাপুলিশের উপ-পরিদর্শক ( এসআই)শৈলেশ চন্দ্র দাস সঙ্গীয় পুলিশ ফোর্স সহ ফেনী জেলার দাগনভূইয়া থানাধীন কোরেশপুর মুন্সির হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এর সহযোগিতায় ও তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে রাজাপুর ইউনিয়নের আব্দুন্নবী গ্রামের গাড়ী স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার (২৩জুন) তারিখে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার নোয়াগাও গ্রামের আব্দুল গফুর এর ছেলে মোঃ উজ্জ্বল মিয়া (২৬) ও একই উপজেলার ডুমগাও গ্রামের আব্দুল মতিনের ছেলে মোঃ জাহাঙ্গীর মিয়া (২৪) কে গ্রেপ্তার করে এবং আসামী উজ্জ্বল মিয়ার হেফাজত থেকে অপহৃত ভিকটিম রিয়া সরকার (১৫)কে উদ্ধার করে শনিবার (২৪জুন) লাখাই থানায় নিয়ে আসে।
গ্রেপ্তারকৃত আসামীদের কে রোববার (২৫ জুন) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত ভিকটিমের জবানবন্দি গ্রহন ও মেডিকেল পরীক্ষার জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ যে, এ ঘটনায় ভিকটিমের মা যোগমায়া সরকার বাদী হয়ে লাখাই থানায় নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করা হয়েছে। লাখাই উপজেলার করাব ইউনিয়নের নোয়াগাও(হরিণাকোনা) গ্রামের অরবিন্দুর সরকারের স্ত্রী যোগমায়া সরকার বাদী হয়ে দায়ের করা দরখাস্ত সুত্রে জানা যায় আসামী উজ্জ্বল মিয়া পেশায় একজন রাজমিস্ত্রী সেই সুবাদে আসামী কাজের তাগিদে ঐ গ্রামে বাদীর বাড়ীতে মুদি দোকানে নিয়মিত আসা যাওয়ার সুবাদে বাদীর মেয়ে কে বিয়ের প্রলোভন দেখাইয়া ফুসলাইয়া বাদীর মেয়ের তার ইচ্ছার বিরুদ্ধে অপ্রাপ্ত বয়স্ক রিয়া সরকার(১৫) কে অপহরণ করা হয়েছে।
আসামী গ্রেপ্তার ও ভিকটিম উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।