নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়ন থেকে লেবু খাঁ (৫২) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন নবীগঞ্জ থানা পুলিশ। শনিবার দুপুরে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের কালিয়ারভাঙ্গা গ্রামের পূর্ব পাশের একটি গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। লেবু খাঁ ওই গ্রামের মৃত হরমুজ খাঁ’র পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার সকালে লেবু খাঁ ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সকালে স্থানীয় লোকজন লেবু খাঁ’কে একটি গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে নবীগঞ্জ থানায় জানালে নবীগঞ্জ থানার ওসি অপারেশন মো: আব্দুল কাইয়ুমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন।