নিজস্ব প্রতিবেদক :
৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৩ উপলক্ষে আয়োজিত ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করে শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাইস্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী এস এম মাশরুরুর রহমান জুনিয়র গ্রুপে জাতীয় পর্যায়ে ২য় স্থান অধিকার করেছে।
পুরস্কার হিসাবে ক্রেষ্ঠ, সার্টিফিকেট ও ৯ হাজার টাকা প্রাইজবন্ড প্রদান করা হয়।
উল্লেখ্য জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৩ উপলক্ষে ৬৪ জেলার প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারকারী মোট ১২৮ জন প্রতিযোগি জাতীয় পর্যায়ে অংশ গ্রহন করে।
১৯ থেকে ২১ জুন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।