মোঃ আবদুল হক রেনু, শায়েস্তাগঞ্জ :
শায়েস্তাগঞ্জে পরিত্র ঈদুল আযহা উপলক্ষে ২০২২-২৩ অর্থ বছরে , ৪৬২১ জন অতি দরিদ্র ও অসহায় দুঃস্থদের পরিবারের মাঝে, ভি জি এফ (চাল) বিতরণ কর্মসূচীর উদ্বোধন করলেন , হবিগঞ্জ – লাখাই – শায়েস্তাগঞ্জ – ৩ আসনের এমপি আলহাজ এডভোকেট মোঃ আবু জাহির।
মঙ্গলবার ২০ জুন সকাল ১১টায় শায়েস্তাগঞ্জ পৌরসভা সংলগ্ন সার গুদাম মাঠে শায়েস্তাগঞ্জ পৌরসভার আয়োজনে উক্ত অনুষ্টানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্ম কান্ডের কথা উপস্থিত সকল জনতার সামনে তুলে ধরেন। তিনি উপস্থিত সকলকে আগামী ১০ম জাতীয় সংসদ নিবার্চনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে পুনরায় নিবার্চিত করার আহবান জানান।
শায়েস্তাগঞ্জ পৌরসভার দায়িত্ব প্রাপ্ত মেয়র মোঃ জালাল উদ্দিন মোহনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ আতিথির বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজরাতুন নাঈম, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হক কামাল, পৌর প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম, পৌর কাউন্সিলর মোঃ তাহির মিয়া প্রমূখ।