সৈয়দ শাহান শাহ পীর :
শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের সুতাং শাহজীবাজারের মাছ বাজারে কোনো চাউনি নেই ফলে ভোগান্তির যেন শেষ নেই।
জানাযায়, প্রায় ৩ শতাধিক বছরের ইতিহাস /ঐতিহ্য বহন করে চলছিলো সুতাং শাহজীবাজারটি। কিন্তু উক্ত বাজারটি বিভিন্ন প্রকারের সমস্যা-অসুবিধা নিয়ে আজ জর্জরিত। মাঝে/মধ্যে বাজারের উন্নয়ন-সংস্কার হলেও নাম মাত্র।
এ বাজারের ভগ্নদশায় মনে হয় যে, বাজারের পূর্বের সেই ইতিহাস/ঐতিহ্য অচিরেই হারিয়ে ফেলবে। এক সময় উক্ত বাজারটি বৃহত্তর সিলেটের মধ্যে প্রসিদ্ধ বাজার হিসেবে সুখ্যাতি ছিলো। তাই অতি শীঘ্রই বাজার তদন্ত সাপেক্ষে উন্নয়নমূলক এবং সংস্কারের উদ্যোগ নেয়া জরুরি হয়ে পড়েছে।
উল্লেখ্য, বর্তমানে যে সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে সেটা হচ্ছে, উক্ত বাজারের মাছ বাজারে ব্যবসায়ীক, ক্রেতা-বিক্রেতাদের জন্য কোনো ঘর/চাউনি নেই। ফলে, যুগের পর যুগ রোদ-বৃষ্টি, ঝড় তুফান এবং বর্ষায় অসহনীয় দুর্ভোগের স্বীকার হচ্ছেন মাছ বাজারের ব্যবসায়িক, ক্রেতা বিক্রেতারা। তাই জরুরী ভিত্তিতে পদক্ষেপ নেয়ার জন্য বাজার-এলাকাবাসী জোরালো দাবি জানাচ্ছেন।