সৈয়দ শাহান শাহ পীর :
শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং শাহজীবাজারটি একটি ঐতিহ্যবাহী প্রাচীন বাজার কিন্তু ড্রেন ভরাটের কারনে বেহাল দশার সৃষ্টি হয়েছে।
জানাযায়, আজ দীর্ঘদিন যাবত সুতাং শাহজীবাজারের উত্তর বাজারটি কর্তৃপক্ষের রক্ষণাবেক্ষণের অভাবে বাজারের ড্রেন ভরাট হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে, ক্রেতা-বিক্রেতা এবং জনসাধারণেরা মারাত্মক ভোগান্তি পোহাচ্ছেন।
এ বেহাল দশার কারনে বিশেষ করে বর্ষা-বৃষ্টির মৌসুমে ক্রয়কারীরা-দোকান বিক্রেতার দোকানে গিয়ে জিনিসপত্র ক্রয় করতে চরম বিপাকে পড়ে অনেক জায়গা ঘুরে দোকানে যেতে হয়।
কোনো-কোনো সময় ক্রয়কারীরা উত্তরবাজারে ক্রয় না করে দক্ষিণবাজারে ক্রয় করতে যেতে দেখা যায়। ফলে, উত্তরবাজারের দোকানীদের ক্রয় অনেকটা কমে যায়।
অন্যদিকে ক্রয়-বিক্রয়কারীসহ জনসাধারণগন জলাবদ্ধতার কারনে ছোট-বড় দুর্ঘটনায় পড়ে থাকেন।