দিলোয়ার হোসাইন,বানিয়াচং :
মাতৃদুগ্ধ বিকল্প আইন ২০১৩ ও এর বিধিমালা আইন ২০১৭ মায়ের দুধের উপকারিতা ও গুড়া দুধের অপকারিতা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জুন) দুপুর ১২টায় বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের বাস্তবায়নে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা: শামীমা আক্তার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হাদী, বিষয় ভিত্তিক প্রেজেন্টেশন করেন ডা: নাসিম ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তজিমুল হক চৌধুরী, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, হাসপাতাল সেবা কমিটির সদস্য কাজল চ্যাটার্জি, প্রধান শিক্ষক হেমায়েত আলী খান, শিক্ষক ফজল উল্লা খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এজেডএম উজ্জ্বল, রফিকুল আলম চৌধুরী রিপন, ষ্টাফ জিল্লুর রহমান, মোখলেসুর রহমান, রিকু রাণী সাবেক উপসহকারী কৃষি কর্মকর্তা মহিবুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা মায়েদের কে বাচ্চা জন্মের প্রথম ছয় মাস বুকের দুধ খাওয়ানোর জন্য জোর দিয়েছেন।
এবং নবজাতক কে জন্মের সাথে সাথে অন্য কিছু পান না করিয়ে শাল দুধ পান করানোর জন্য জোর দিয়েছেন।
মায়ের দুধের বিকল্প পৃথিবীতে কোন কিছু নাই বলেও জানান।
সভার শেষে পুষ্টি বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।