এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বিষধর সাপের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ জুন) বিকালে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোজাম্মেল হক।
নিহত যুবক সালাউদ্দীন (১৬)উপজেলা ৯নং রানীগাঁও ইউনিয়নের বড়জুষ গ্রামের আব্দুল হান্নানের পুত্র।
জানা যায়, বিকাল সাড়ে ৪টায় সালাউদ্দীন (১৬) বাড়ির পাশ্ববর্তী জমিতে মাছ ধরতে গেলে বিষধর সাপ তাকে কামড় দেয়।তাৎক্ষণিক স্থানীয় লোকজন নিহত সালাউদ্দীন (১৬)কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কথা হলে চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ (তদন্ত) গোলাম মোস্তফা ঘটনা সত্যতা নিশ্চিত করে দৈনিক শায়েস্তাগঞ্জকে জানান তিনি ঘটনা স্থলে আছেন।