এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় আধুনিক প্রযুক্তির ব্যবহার কৃষি উন্নয়নে বিভাগীয় সেরা হয়েছেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সজিব হোসেন।
শনিবার (১৭ জুন) সকালে সিলেট ভিলেজ ভিউ হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং, তাজুল ইসলাম পাটোয়ারী প্রমুখ।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় শ্রেষ্ঠ কৃষি সম্প্রসারণ অফিসার এর পুরস্কার অর্জন করেন চুনারুঘাট উপজেলার সহকারী কৃষি কর্মকর্তা সজিব হোসেন।আজ সিলেটের ভিলেজ ভিউ হল রুমে আলোচনা শেষে অতিথিগণ মনোনীতদের হাতে পুরুষ্কার তুলে দেন।
এসময় উপজেলা কৃষি অফিসার মাহিদুল ইসলামসহ সহ সকল শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এবং উক্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানান।