লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাইয়ে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে জনতা আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে।
আটককৃত চোরেরা হলেন জয়নাল আবেদীন, মোঃ কাইয়ুম মিয়া, কাইয়ুম মিয়াও পলাতক আসামী জুয়েল মিয়া। লাখাই থানা ও বাদীর এজাহার সুত্রে জানা যায় বুধবার (১৪ জুন) লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়ার নির্দেশে এস আই শৈলেশ চন্দ্র দাস সংবাদ পেয়ে বিকেলে উপজেলার বুল্লা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের দক্ষিণের লামাচড়ি হাওরে পৌঁছে জনতা কর্তৃক আটক আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য কে আটক করে লাখাই থানায় নিয়ে আসে।
আসামীরা হলেন হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সুজাতপুর(আদিত্যপুর) গ্রামের মোঃ ইউনুস মিয়ার ছেলে জয়নাল আবেদীন (২০), নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বলাদি (একজুডিয়া) গ্রামের আবুল হোসেনের ছেলে মোঃ কাইয়ুম মিয়া (১৯) ও একই জেলার পলাশপুর উপজেলার সুলতানপুর গ্রামের কাইয়ুম মিয়া (২৫)।
এ ঘটনায় চন্দ্রপুর গ্রামের চুরি যাওয়া গরুর মালিক জয়নাল মিয়ার ছেলে কিবরিয়া বাদী হয়ে লাখাই থানায় মামলা দায়ের করা হয়েছে।
এজাহার সুত্রে আরো জানা যায় চোরাইকৃত গরু বহনকারী পিকআপভ্যান ও ২টি গরু লাখাই থানার এস আই শৈলেশ চন্দ্র দাস সঙ্গীয় পুলিশ ফোর্স সহ ঘটনা স্থলে পৌছে চোরদের কে আটক করে এবং চোরাই গরু ও গরু বহনকারী ঢাকা মেট্রো থ ১৪-১৪৪২ পিকআপ ভ্যান জব্দ করেন। চোরাইকৃত গরুর মূল্য ৮০ হাজার টাকা।
অপর দিকে এ এস আই সুমন চন্দ্র রায় সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে বুধবার (১৪ জুন) রাতে বেগুনাই গ্রামের মোঃ নবী মিয়ার ছেলে পলাতক জুয়েল মিয়া কে গ্রেপ্তার করেন।
আটককৃত আসামীদের কে বৃহস্পতিবার (১৫ জুন) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। এ মামলা সংক্রান্ত বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।