লাখাই প্রতিনিধি :
লাখাইয়ে জামগাছ থেকে পড়ে জুয়েল মিয়া নামে এক কিশোর গুরুতর আহতের খবর পাওয়া গেছে। আহত কিশোরের বাড়ী উপজেলার ভাদিকারা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার (১৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ভাদিকারা গ্রামের শফিকুলের ছেলে জুয়েল মিয়া (১১) লাখাই উপজেলার ভাদিকারা গ্রামস্থ পরিত্যক্ত কারাগারের সামনে একটি জামগাছে জাম পারতে গাছে উঠে। জামপারা অবস্থায় হঠাৎ হাত ফসকে জামগাছ থেকে মাটিতে পরে গেলে সে গুরুতর আহত হয়।
এ সংবাদ পেয়ে আহতের স্বজনরা ঘটনা স্থলে এসে প্রথমে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক আহত জুয়েল কে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে প্রেরন করে।
সেখানে ভর্তি না করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরনের নির্দেশ দেন। পরে আহতের স্বজনরা আহত জুয়েলে কে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করে বলে জানা যায়।