লাখাই প্রতিনিধি :
আগামীকাল বুধবার( ১৪ জুন) সাংবাদিক প্রোটন দাশ গুপ্তের ২৪ তম মৃত্যু বার্ষিকী। আজকের এই দিনে অকালে প্রাণ হারান তুখোড় সাংবাদিক প্রোটন দাশ গুপ্ত।
সাংবাদিক প্রোটন দাশ গুপ্ত লাখাই ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পেয়ে পঞ্চম শ্রেনী পাশ করেন, মাধবপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন,সিলেট মদন মোহন কলেজ থেকে এইচএসসি পাস করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এম.কম শেষ বর্ষের ছাত্র ছিলেন তিনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন জাতীয় দৈনিক লাল সবুজের মাধ্যমে সাংবাদিকতায় হাতেখড়ি।
এছাড়া কাজ করেছেন তৎকালীন সাপ্তাহিক সুগন্ধা পত্রিকার মতো নামকরা পত্রিকায়। তিনি ছিলেন লাখাই প্রেসক্লাবের সিনিয়র সভাপতি ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাতীয় পরিষদের সদস্য।
উল্লেখ্য, সাংবাদিক প্রোটন দাশ গুপ্ত কে ১৯৯৯ সালের ১৪ই জুন রাতে হবিগঞ্জ বাস স্ট্যান্ডে নির্মমভাবে হত্যা করে। হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার স্বজন গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা ছিলেন হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ সুভাষ দাশ গুপ্ত ও মাতা রেণু বালা দাশ গুপ্তা। ৪ জন ভাইবোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।
এ ব্যাপারে সাংবাদিক প্রোটন দাশ গুপ্তের ছোট ভাই সাংবাদিক আশীষ দাশ গুপ্ত জানান, প্রতিবছর উনার মৃত্যুবার্ষিকীতে আমরা পারিবারিকভাবে ধর্মীয় রীতিনীতি মেনে বিদেহী আত্মার শান্তি কামনার্থে মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করি। তাছাড়া মন্দিরে বিশেষ প্রার্থনা করি।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও লাখাইয়ে বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক প্রোটন দাশ গুপ্তের মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এ বছরের ১৪ ও ১৫ জুন দিবসটি পালন করা হবে।