ডেস্ক : ‘শুভেচ্ছা’খ্যাত জনপ্রিয় কৌতুক অভিনেতা রাশেদ রানা পাপ্পু আর নেই। সোমবার ভোর চারটার দিকে লালবাগের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। অনেকদিন ধরে হৃদরোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে পাপ্পুর বয়স হয়েছিল ৪৭ বছর।
বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘শুভেচ্ছা’ আর মোল্লা লবণের বিজ্ঞাপনের মাধ্যমে বেশ খ্যাতি লাভ করেন পাপ্পু।
পাপ্পুর মামা জাভেদ জানিয়েছেন, তিন/চারমাস আগে হার্টের সমস্যায় বেশ কিছুদিন হাসপাতালে ছিলেন পাপ্পু। দু’একদিনের মধ্যে তার ডাক্তারের কাছে যাবার কথা ছিলো চেক আপের জন্য। কিন্তু তার আগেই পরপারের চলে গেলেন তিনি।