এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ পালিত হয়েছে।
বুধবার (৭ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে র্যালী শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য সেবা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোজাম্মেল হক।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে “মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’ স্লোগানে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩ পালিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোজাম্মেল হক সহ বিভিন্ন স্বাস্থ্য কর্মকর্তা, সাংবাদিক এবং বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার পুষ্টি চিত্র তুলে ধরে করণীয় নির্ধারণ এবং সমন্বিতভাবে কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়।
এছাড়াও পুষ্টিস্তর উন্নয়নে পুষ্টি বিষয়ক দীর্ঘ আলোচনা করা হয়েছে।