স্টাফ রিপোর্টার :
শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজে বরের গাড়ি আটকিয়ে চাঁদা আদায় করার সময় চাঁদা কম দেয়ায় ক্ষিপ্ত হয়ে রাহুল(২০) নামে এক হিজরার হামলায় দুই শ্রমিক আহত হয়েছে।
আহতরা হলো, মাইক্রো বাস শ্রমিক কদর আলী (৩০) ও মিনি বাস শ্রমিক শিফন মিয়া (২৫)। স্হানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করে। এ ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার ৫ জুন দুপুরে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় এলাকার একটি বিয়ের গাড়ি বহর নিয়ে নতুন ব্রিজ দিয়ে যাচ্ছিল। নতুন ব্রীজ এলাকায় বরের গাড়ি পৌঁছা মাত্র হিজড়া খোকন ও তার দলবল বরের গাড়ি আটক করে চাঁদা দাবি করে। এ সময় চাঁদা কম দেয়ায় তাদের মাঝে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। এক পর্যায়ে হিজড়া খোকনের সাথী ঢাকা থেকে ভাড়াকরে নিয়ে আসা হিজরা রাতুল (২০) বরের গাড়ির যাত্রীদের উপর চড়াও হয় এবং অশালিন আচরণ করে।
এ সময় এই দৃশ্য দেখে স্থানীয় মাইক্রোবাস শ্রমিক কদর আলী ও মিনিবাস শ্রমিক শিপন মিয়া তাদেরকে আটকানো চেষ্টা করলে হিজরা রাতুলের হামলায় তারা আহত হয়।বিষয়টি নিয়ে স্থানীয় মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে হিজড়া রাতুলকে তারা আটক করে। পড়ে তাৎক্ষণিক ভাবে এ বিষয়টি নিয়ে নতুন ব্রিজে একটি শালিস বি