স্টাফ রিপোর্টার :
শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের সর্বোচ্চ অংশ গ্রহণ ও সুষ্ঠু প্রতিষ্ঠান পরিচালনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শতাধিক শিক্ষক ও প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যরা এতে অংশ নেন।
শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শনিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈমের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান,
সাবেক পিপি এম আকবর হোসেন জিতু, বক্তব্য রাখেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী, জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন,শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো.শাহাব উদ্দিন।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার জগদীশ দাস তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মইনুল হাসান রতন, সাংবাদিক আব্দুর রকিব, আখলাক উদ্দিন মনসুর,দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকম এর সম্পাদক সাখাওয়াত হোসেন টিটু।
অতিথিবৃন্দ বলেন, বিশ্বের পরিবর্তিত অবস্থায় শিক্ষা গ্রহণ ও পাঠদানের কৌশলে পরিবর্তন আনতে হবে। অনলাইন ভিত্তিক তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষায় অভ্যস্ত হতে হবে। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান,শ্রেষ্ঠ সভাপতি ও সচেতনতা প্রচার অভিযানের সরকার যে অনুদান ও পুরস্কার দিচ্ছে তার যোগ্যতা ও মানদণ্ড নিয়ে কর্মশালায় আলোচনা করা হয়। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মজিবুর রহমান।