স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার প্রত্যন্ত এলাকার খাহুরা গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এলাকার কৃতি সন্তান ও আমেরিকা প্রবাসী সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা রমিজ খান প্রতিষ্ঠা করেছিলেন রমিজ খান দাখিল মাদ্রাসা। ৬২ শতক ভূমি, দুটি ভবন তৈরির পাশাপাশি নিয়মিত অনুদান প্রদান করে আসছেন রমিজ খান।
ফলে দ্রুতই ওই এলাকায় ছড়িয়ে পড়ছে শিক্ষার আলো। এবার প্রতিষ্ঠাতা রমিজ খানের পাশাপাশি এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় এগিয়ে এসেছে তালুকদার ফাউন্ডেশন। মাদ্রাসায় অধ্যয়নরত ১৬০ শিক্ষার্থীকে তারা দিয়েছে নতুন ড্রেস। আর এই ড্রেস পেয়ে উল্লশিত মাদ্রাসার সকল শিক্ষার্থী।
শনিবার দুপুরে এক অনুষ্ঠানে নতুন ড্রেস বিতরণ করা হলে মাদ্রাসায় সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ। শতাধিক মা ও অবিভাবকের উপস্থিতিতে অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রমিজ খান ঘোষণা করেছেন তার স্থাবর সম্পত্তিতে কলেজ, টেকনিক্যাল কলেজ ও বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করার। একই সাথে তিনি মাদ্রাসা সংলগ্ন মূল্যবান আরও ভূমি দান করেছেন মাদ্রাসা এবং মাদ্রাসার একটি মসজিদ নির্মাণের জন্য।
মাদ্রাসার সুপার মুফতি আব্দুল কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমেরিকা প্রবাসী বিশিষ্ট কমিউনিটি লিডার এডভোকেট নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ আইডিয়াল উচ্চ বিদ্যালয় ভাদৈ এর সভাপতি রোটারিয়ান এম এ রাজ্জাক ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান। অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যাক্তি ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ ছাত্র ছাত্রীদের মাঝে নতুন ড্রেস বিতরণ করেন।