বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে এক মিষ্টি ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (২৯ মে) সকাল সাড়ে ১১টায় লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা সুলতানার নেতৃত্বে লাখাই বাজারে ভ্রাম্যমান আদলত পরিচালনা করে মিষ্টি দোকানী রমজান মিয়া নামে ব্যক্তিকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৬ ধারায় ২ হাজার টাকা জরিমানা করেছেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা হৃদয় সূত্রধর, স্যানিটারী ইনস্পেকটর বিধান চন্দ্র সোম এবং লাখাই থানার এস আই বিপুল চন্দ্র দেবনাথ সহ ও একদল পুলিশ।