ফারুক মাহমুদ, চুনারুঘাট থেকে :
হবিগঞ্জের চুনারুঘাটের পারকুল গ্রামবাসীরা রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে আসা ১টি মায়া হরিণ আটক করেছেন।
জানা যায়, রবিবার ভোরে গ্রামবাসীরা ছাগলদের সাথে মায়া হরিণটি দেখতে পেয়ে হরিণটি আটক করে বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা মাসুদুর রহমান তাৎক্ষণিক হরিণটি উদ্ধারে ব্যবস্থা নেন।
এ সময় রশিদপুর বন বিট ফরেস্টার এ.কে.এম সাইদুল হক, বন প্রহরী মাহবুবুর রহমান সহ বমকর্মীরা পারকুল গ্রামে আসলে গ্রামবাসীরা মায়া হরিণটি বন বিভাগের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন- রানীগাও ইউনিয়ন আওয়ামীলীগের জয়েন্ট সেক্রেটারি সাংবাদিক ফারুক মাহমুদ, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আলহাজ্ব আইয়ুব আলী, পারকুল ভিসিএফ কমিটির সভাপতি একলাছ মহালদার, আব্বাস মহালদার, ফারুক মিয়া, সোহেল মিয়া, রুবেল, হাফিজ, অলি, হারুন, রফিক সহ এলাকাবাসী। পরে বন বিভাগের লোকজনরা হরিণটির চিকিৎসার জন্য ওয়াইল্ড লাইফ রেসকিউ টিম এর রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর নিকট হস্তান্তর করেন।
চুনারুঘাট প্রাণিসম্পদ দপ্তরে হরিণটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল সহ উপজেলা প্রশাসন বন বিভাগের নিকট মায়া হরিণটি হস্তান্তর করেন।