নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আগুনে ঘরবাড়ি পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে টিন, নগদ অর্থ ও কাপড় বিতরণ করেছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।
শুক্রবার (২৬ মে) বিকেলে উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের হলিমপুর নয়াহাটি এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করেন সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।পরে ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারের মাঝে টিন, নগদ অর্থ ও কাপড় বিতরণ করেন তিনি।
এসময় সংসদ সদস্য ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, বড় ভাকৈর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গৌতম দাশ, বাহুবল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দুলাল আহমেদ প্রমুখ।