শিব্বির আহমদ আরজু, বানিয়াচং থেকে :
বানিয়াচংয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে আইডিয়েল কলেজের নবনির্মিত ৪তলা ভবনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে ভবনটি উদ্বোধন করেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। এর প্রাক্কালে ১ কোটি ৭ লাখ ৩৭ হাজার টাকা ব্যয়ে তোপখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত বহুতল ভবন উদ্বোধন করেন তিনি। পরে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খানের সভাপতিত্বে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, অধ্যক্ষ স্বপন কুমার দাশ, অধ্যক্ষ সুলতান আহমদ ভূঁইয়া, বিপুল ভূষণ রায়, অধ্যক্ষ আব্দাল হোসেন খান, কাজী মুফতি আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া ও প্রভাষক জসিম উদ্দিন। সভা সঞ্চালণা করেন প্রভাষক অরূপ কুমার দাস। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ ফরিদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সরকার শিক্ষাক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত করেছে। মফস্বল এলাকায়ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোটি কোটি টাকা ব্যয় করে বহুতল ভবন নির্মাণ করে দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ক্ষেত্রে শিক্ষাথর্ীদের বহুমুখি শিক্ষা অর্জন করে স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে।