নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৮ ব্যাচের সংগঠন “বাইয়াফি’র কমিটি গঠন করা হয়েছে।
২০ মে শনিবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ উপজেলার দেউন্দি সড়ক সংলগ্ন কিডস কেয়ার একাডেমিতে আহবায়ক মুহিবুর রহমান রুবেল এর সভাপতিত্বে এবং যুগ্ন আহবায়ক জাকির তালুকদার ও সদস্য সচিব সুমন মিয়ার পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরমধ্যে,বাইয়াফি সংগঠন এর নির্বাহী কমিটি পুনর্গঠনকল্পে পুরাতন কমিটি বিলুপ্ত করে একটি আহবায়ক কমিটি গঠন করে নতুন করে আবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
পূর্ণাঙ্গ কমিটিতে আবারও হাবিবুর রহমান হারুন কে সভাপতি ও মোঃ সালাউদ্দিন কে সাধারণ সম্পাদক,কাশেম বিন হাজ্বী হাশিম কে সাংগঠনিক সম্পাদক, সারওয়ার আফরাজ কে প্রচার ও প্রকাশনা সম্পাদক, অনিমেষ রায় কে কোষাধক্ষ করে আগামী দুই বছরের জন্য ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এ সভাকে কেন্দ্র করে শনিবারের সন্ধ্যাবেলা শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বাইয়াফি ৯৮ ব্যাচের প্রাক্তন ছাত্রদের পদচারণায় মুখরিত হয়ে ওঠেছিলো কিডস কেয়ার একাডেমির আঙ্গিনা। পুরনো সব বন্ধুদের অংশগ্রহণের মধ্য দিয়ে যেনো হয়ে উঠেছিলো এক মিলন মেলা।
উক্ত সভায় বাইয়াফি ৯৮ ব্যাচের প্রায় ৪৫ জন প্রাক্তন ছাত্ররা উপস্থিত ছিলেন।