হবিগঞ্জ প্রতিনিধি :
‘বিএনপি-জামায়াতের মদদে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদ’ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবিগঞ্জে শান্তি সমাবেশ করেছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম।
শনিবার (২০ মে) হবিগঞ্জের পৌর মার্কেটের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।শান্তি সমাবেশে জেলা যুবলীগের সভাপতি প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম বলেন, বিএনপি-জামায়াত ধর্মীয় উন্মাদনা সৃষ্টি ও ব্যবহার করে ক্ষমতায় আসতে পারবে না।
ক্ষমতায় আসতে হলে দেশের জনগণের কাছে গিয়ে ভোট চাইতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যদি ভোট দেয় আপনারা ক্ষমতায় আসবেন। তত দিনে জনগণের জন্য কাজ করেন। কিন্তু জনগণের অধিকার অর্থাৎ জনগণের জানমালের নিরাপত্তায় যদি আপনারা ব্যাঘাত ঘটান, তার দাঁতভাঙা জবাব দিতে আমরা রাজপথে থাকবো।তিনি আরও বলেন, পালিয়ে যাবে বিএনপি, কারণ তারা বাংলাদেশের মানুষকে ধারণ করে না। তাদের সঙ্গে মানুষের কোনও সম্পর্ক নেই।
আজ নতুন প্রজন্ম জাগ্রত, শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা বলে এখন মানুষকে বোকা বানাতে পারবে না। যুবলীগের নেতা-কর্মীরা আদর্শের এই সংগঠনকে ভালোবাসে বলেই শেখ হাসিনার ডাকে রাজপথে আছে এবং থাকবে।শান্তি সমাবেশে যুবলীগের নেতাকর্মী ছাড়াও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।