আলমগীর কবির,মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। তিনি শনিবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজ খবর নেন।
এসময় তিনি রোগিদের সাথে কথা বলেন সেই সাথে কর্মরত ডাক্তারদের স্বাস্থ্য সেবায় দিক নির্দেশনামুলক পরামর্শ প্রদান করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবুল হাসনাত এ সময় হাসপাতালের সামগ্রিক সেবার বিষয় বর্ণনা করেন।
উপজেলা চেয়ারম্যান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসকদের নিয়মিত হাসপাতালে উপস্থিত থেকেই সেবা প্রত্যাশীদের সেবা প্রদান করতে হবে। রোগীরা কোন ভাবে সেবা বঞ্চিত না হন সেদিকে খেয়াল রাখার প্রতি ও তিনি ডাক্তারদের অনুরোধ করেন।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্স বৃন্দ উপস্থিত ছিলেন।