স্টাফ রিপোর্টার :
সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম বদিউজ্জামান চৌধুরীর সহধর্মিনী ও দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহছান এর শাশুড়ি সালেহা খানম চৌধুরী আর নেই। গতকাল শুক্রবার ভোররাত আড়াইটায় যুক্তরাজ্যের লন্ডনস্থ বাসায় অসুস্থতাজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল বাদ জুমআ লন্ডনের হোয়াইট চ্যাপেল মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আজ শনিবার শহরটির গার্ডেন অপ পিসে তঁাকে দাফন করার কথা রয়েছে। সিলেটের দক্ষিণ সুরমা এলাকার বাসিন্দা সালেহা খানম চৌধুরীর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ছেলে-মেয়েরা সবাই যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বিভিন্ন পেশায় নিয়োজিত।
সালেহা খানম চৌধুরীর ইন্তেকালে খোয়াই পরিবারের পক্ষ থেকে শোক জ্ঞাপন করা হয়েছে।
পত্রিকাটির সম্পাদক শামীম আহছানসহ কর্মরত সকল সাংবাদিক ও কর্মীরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।