স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
বুধবার (১০ মে) বিকেলে উপজেলার ফুলতলী বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হবিগঞ্জের বাহুবল উপজেলার ভবানীপুর গ্রামের আব্দাল মিয়া, চুনারুঘাট উপজেলার বাদশাগাঁও গ্রামের সোহেল মিয়া ও নবীগঞ্জ উপজেলার মুরাউড়া গ্রামের মানিক মিয়া। তবে তারা কোন গাড়িতে ছিলেন, তা এখনো জানা যায়নি।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল বলেন, মহাসড়কে সিএনজি চালিত একটি অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এসময় আহত হন আরও পাঁচজন।
হাসপাতালে নেওয়ার পর আহতদের মধ্যে আরও একজন মারা যান।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দে দৈনিক শায়েস্তাগঞ্জকে জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।