আকিকুর রহমান রুমন:-
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ১৫নং পৈলারকান্দী ইউনিয়নের ২নং ওয়ার্ডের কুমড়ি গ্রামের পল্লী চিকিৎসক ফটিক মিয়ার পুত্র ফারুক মিয়া(৪৫) স্হানীয় দালাল মারফতে মাস খানেক পূর্বে স্বপ্নের দেশ ইউরোপে পাড়ি দিয়ে তিনি এখন বর্তমানে লিবিয়ায় মাফিয়ার হাতে বন্দি রয়েছেন।
এমনকি মাফিয়ার সদস্যরা ফারুক মিয়া দিনের পর এভাবেই নির্যাতন চালাচ্ছে টাকার জন্য।
এবং টাকার জন্য এমনই নির্যাতনের ১৬সেকেন্ডের ভিডিও ধারণ করে তার পরিবারের লোকজন ও আত্বীয় স্বজনদের কাছে পাঠানো হয়েছে।
নির্যাতনের দৃশ্য ধারনের এক সময় টাকা আনা বলে এমন কথাও শুনা যাচ্ছে মাফিয়া সদস্যদের বাংলাদেশের ভাষায়।
এ বিষয়ে মুঠোফোন(০১৮৭০-১৯৮০১২)ফারুক মিয়ার পিতা হাফিজুর রহমান(ফটিক)মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা নিশ্চিত করেন জানান,আমি এমনিতেই অসুস্থ হয়ে পড়েছি আপাতত টাকার বিষয়ে আমার ছেলে ঐ বলতে পারবে কিভাবে কি করতেছে তার মুক্তির অপেক্ষার জন্য।
তবে আমি আইনে সহযোগীতার জন্য পুলিশের কাছে দারস্থ হবো।
অন্য একটি সূত্রে আরও জানাযায়,ফারুক মিয়া আজ এক সপ্তাহ খানেক ধরে এই মাফিয়ার হাতে আটক রয়েছেন।
এর পূর্বে তিনি ৫লক্ষ টাকা নিয়ে মাফিয়ার হাত থেকে মুক্তি পেয়েছিলেন।