নিজস্ব প্রতিবেদক :
শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে যাত্রীবাহী বাস খাদে পড়ে প্রায় ১৫ জন আহত হয়েছেন।
৫ মে শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার নছরতপুর ১১ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের পাশে বাসটি খাদে পড়ে এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, কুমিল্লা থেকে সিলেট মাজার জিয়ারত এর উদ্দেশ্যে রওনা দিলে নছরতপুর নামক স্থানে বাসটি আসলে অন্য বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।
এতে বিকট শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে আসলে বাসে থাকা আহত প্রায় ১৫ যাত্রীদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও প্রাথমিক চিকিৎসাতে প্রেরণ করেন। তৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি। এতে গুরুত্বর আহতর কোন খবর পাওয়া যায়নি।তৎক্ষণিক বাসের ড্রাইভার ও পলাতক রয়েছে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।