আবুল হাসান ফায়েজ :
হবিগঞ্জে মাধবপুর উপজেলায় আগুনে ৫ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে সার দোকান, ফার্মেসী, ডিস অফিস,কম্পিউটার দোকান, মোদিমাল দোকান সহ কয়েক লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।
জানাযায়, বোধবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের গ্যাস ফিল্ড বিশ্বরোড এলাকায় হঠাৎ আগুনের ধোঁয়া দেখতে পেয়ে এলাকার লোকজন চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে জনতার সহযোগিতায় প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ব্যবসায়ী ইকবাল জানান, রাতে দোকান বন্ধ করে যাবার সময় রাত প্রায় ১২ টায় আগুনের কথা শুনতে পেয়ে দৌড়ে দিয়ে দেখি দোকানে পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকানে রক্ষিত কয়েক লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।
এদিকে মুহূর্তের মধ্যে সচ্চল ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে গেছে।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার মোহাম্মদ ইব্রাহিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।