স্টাফ রিপোর্টার :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণ সমাজকে দেশের শক্তিতে পরিণত করতে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় তঁাদের হরেক রকম প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তরুণ-তরুণীরা প্রশিক্ষণলব্দ জ্ঞানকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হচ্ছে।
সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির গতকাল হবিগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরে তিনটি ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত ৯৫ জন তরুণ-তরুণীর মাঝে প্রশিক্ষণ ভাতা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এ সময় তিনি প্রশিক্ষণ নেওয়ার পর তরুণ-তরুণীদের ঘরে বসে না থেকে স্বাবলম্বী হয়ে নিজের পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে যুক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন। যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক একেএম আবদুল্লাহ ভূঞা এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন।
প্রশিক্ষণার্থীদের মধ্যে ইলেকট্রিক্যাল এন্ড হাউজওয়্যারিং ট্রেডে ৩০ জনকে ৩ লাখ ৩৪ হাজার ৩০০ টাকা; ইলেকট্রনিক ট্রেডের ৩০ জনকে ৩ লাখ ৩৬ হাজার ১০০ ও পোশাক তৈরী ট্রেডের ৩৫ জনকে ২ লাখ ১২ হাজার টাকা ভাতা প্রদান করা হয়।
তাদের প্রত্যেককেই একটি করে সনদপত্র প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।