নিজস্ব প্রতিবেদক :
ধানগাছ বোঝাই ট্রলির চাপায় প্রাণ গেল এক মাড়াই মেশিনের শ্রমিকের।
৩০ এপ্রিল রবিবার দুপুর দুইটার দিকে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের শান্তিপুরে নোয়াপাড়া রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে ।
নিহত শ্রমিক শিবপাশা গ্রামের মাফু মিয়ার ছেলে আমিনুর মিয়া (৩৫)।তিনি একজন মাড়াই মেশিনের শ্রমিক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়,ধানগাছ বোঝাই ট্রলিটি মাড়াইকলের টেলাগাড়ি টানতে থাকা আমিনুরকে চাপা দিলে ঘটনাস্থলেই আমিনুর মারা যায়।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।