আলমগীর কবির, মাধবপুর থেকে :
হবিগঞ্জ মাধবপুরে কিছুদিনের মধ্যেই পুরোদমে ধান কাটা ও মাড়াই শুরু হবে। শ্রমিক সংকট দূর করতে কৃষকদের মাঝে সরকারি ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করেছে মাধবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর।
রোববার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদে প্রাঙ্গনে স্থানীয় এক জন কৃষকের মাঝে একটি কম্বাইন্ড হারভেস্টার মেশিনের বিতরণ করা হয়।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, কম্বাইন হারভেস্টার মেশিনের মূল্য ৩৯ লাখ টাকা। সরকারের ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে। এ মেশিন দিয়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও বস্তায় ভরা যাবে।
কৃষি মন্ত্রণালয়ের পরিচালন বাজেটের আওতায় উন্নয়ন সহায়তার (সরকারি ভর্তুকি) মাধ্যমে ক্রয়কৃত কম্বাইন হারভেস্টার মেশিন পাওয়া ওই কৃষক হলেন- উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মোঃ বকুল মিয়া।
মেশিন বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার মনজুর আহসান, আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, প্রমুখ।