নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়ন এর শতক এলাকায় শনিবার ২৯ এপ্রিল বিকালে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় আসাদুজ্জামান বাবু(২৪) কে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন গোপালার বাজার পুলিশ ফাড়ির এক দল পুলিশ।
বিষয়টি সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার বলেন, অবৈধভাবে মাটি কাটায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়ছে।