হামিদুর রহমান, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ভান্ডারুয়া এলাকা থেকে ৪৮ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেন জানান, শুক্রবার রাত ১টা ৪০ মিনিটের দিকে গোপন সুত্রে খবর পেয়ে মনতলা সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার মেছবাহুর রহমানের নেতৃত্বে একদল বিজিবি জোয়ান উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ভান্ডারুয়া গ্রামে অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় মদসহ ভান্ডারুয়া গ্রামের ইয়াকুব আলীর পুত্র আক্তার হোসেন (৩২) কে আটক করেছে।
তিনি আরও জানান নায়েব সুবেদার মেছবাহুর রহমান বাদী হয়ে ধৃত আক্তার হোসেনসহ ভান্ডারুয়া গ্রামের শাহেদ আলী (ধনু) এর পুত্র জামাল মিয়া(৩৫),জালুয়াবাদ গ্রামের মস্তুু মিয়ার পুত্র মাফিক মিয়া (৪৫) কে আসামী করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মাধবপুর থানায় মামলা দায়ের করেছেন এবং উদ্ধারকৃত মদের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭২ হাজার টাকা।