আলমগীর কবির, মাধবপুর প্রতিনিধি :
হাইওয়ে কুমিল্লা সিলেট রিজিয়ন পূর্ব বিভাগের দায়িত্বরত অতিরিক্ত ডিআইজি ফরিদা ইয়াসমি বলেছেন, ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুরে বাসস্ট্যান্ড এলাকার মহাসড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ঈদযাত্রায় ঢাকা-সিলেট মহাসড়ক ও অন্যান্য আঞ্চলিক সড়ক রয়েছে। তার মধ্যে কোনো কোনো জায়গায় চ্যালেঞ্জ রয়েছে। সেইসব জায়গায় নজরদারি বাড়ানো হয়েছে। বিভিন্ন জায়গা পরিদর্শন করে কোথাও কোনো যানজট চোখে পড়েনি। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সিলেট হাইওয়ে পুলিশ সুপার শহিদুল্লাহ বলেন, ঈদ সামনে রেখে হাইওয়ে পুলিশ অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে মহাসড়কে যানবাহন চলাচল তাদের অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে। এছাড়া ও মহাসড়কে ছিনতাই,ডাকাতি রোধকল্পে হাইওয়ে পুলিশের মোবাইল টিম ব্যাপকভাবে তৎপর রয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মুহাম্মদ মাইনুল ইসলাম ভূঁইয়া বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে মলমপার্টি, ছিনতাইকারী, চাঁদাবাজি ও সড়ক দুর্ঘটনাসহ যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাধবপুর সার্কেল এএসপি নির্মলেন্দু চক্রবর্তী, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক সহ আরও অনেক।