অনাইন ডেস্ক : ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ খেলবে ১০ দল। সরাসরি খেলবে র্যাঙ্কিংয়ে থাকা শীর্ষ ৮ দল। সহযোগী সদস্য দেশগুলোর সঙ্গে কোয়ালিফাই ম্যাচের মাধ্যমে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বাকি ২ দল বিশ্বকাপে অংশ নেবে।
শুক্রবার বার্বাডোজে আইসিসির বার্ষিক সাধারণ সভায় তা অনুমোদিত হয়।
এছাড়া ওয়ানডে ক্রিকেটে উঠিয়ে দেয়া হয়েছে ব্যাটিং পাওয়ার প্লে। ব্যাট ও বলের লড়াইয়ে ভারসাম্য আনতে ওয়ানডে ক্রিকেটের ফিল্ডিংয়ে আনা হয়েছে আরো কয়েকটি পরিবর্তন।