আকিকুর রহমান রুমন:-
হবিগঞ্জের বানিয়াচংয়ে ট্রাক্টর চাপায় এক শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে।
ট্রাক্টরের নীচ থেকে ফায়ার সার্ভিস,থানা পুলিশ ও স্হানীয় চেয়ারম্যানসহ এলাকাবাসী লোকজনের ৩ ঘন্টার চেষ্টায় লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছেন। নিহত ব্যাক্তির নাম হাফিজুর(২৫)
সে নবীগঞ্জ উপজেলার জন্তরী গ্রামের মোঃ সজীব উল্লার পুত্র।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৯ এপ্রিল)রাত আনুমানিক ১০টার দিকে বানিয়াচং উপজেলার ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ভারারার পুতা সংলগ্ন সুটকী ব্রিজে।
বানিয়াচং থানা পুলিশের বরাতে জানা যায়, স্থানীয় বাগাহাতা আনন্দ বাজার থেকে ধানের বস্তা বোঝাই করে ট্রাক্টরটি বড়বাজারের কোন এক ধানের আড়তে দিয়ে যায়।
এবং পরবর্তীতে আবার এই ট্রাক্টরটি উল্লেখিত স্হানে পৌছলে এই দূর্ঘটনার শিকার হয়।
এসময় গাড়িটি উল্টে গেলে গাড়ির হেলপার(শ্রমিক)নীচে চাপা পড়ে অর্ধেক শরীর আটকে গিয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলেই মারা যায় বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
এর পরপরই ট্রাক্টরের চালক অন্যান্য হেলপার(শ্রমিকরা) পালিয়ে যায়।
পরবর্তীতে পথচারীদের দৃষ্টিতে এই দূর্ঘটনায় একটি লাশ আটকের বানিয়াচং থানা পুলিশকে অবগত করা হলে তাৎক্ষণিক থানা পুলিশ ও বানিয়াচং ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে রওয়ানা হন।এবং ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩ ঘন্টার চেষ্টায় লাশ উদ্ধার করতে সক্ষম হন তারা।
নিহত ব্যাক্তির লাশ উদ্ধার করে এবং উক্ত গাড়িটি বানিয়াচং থানায় নিয়ে আসা হয়েছে।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)অজয় চন্দ্র দেব দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এব্যাপারে তিনি বলেন দূর্ঘটনাস্থলে নিহতের কোন সহকর্মীকে পাওয়া যায় নাই বলেও জানান।
প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি দূর্ঘটনা।
এ ব্যাপারে যাবতীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।