সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা বাংলাদেশ মানবাধিকার কমিশন এর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল ) সকাল ১১ টায় শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবে অডিটোরিয়ামে শায়েস্তাগঞ্জ উপজেলা মানবাধিকার কমিশন এর আয়োজনে এবং শায়েস্তাগঞ্জ মানবাধিকার কমিশনের সভাপতি মোঃ আব্দুর রকিব এর সভাপতিত্বে ও মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান আল রিয়াদ এর পরিচালনায় উপজেলার অসংখ্য হতদরিদ্র নারী-পুরুষদের উপস্থিতিতে এ বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা মানবাধিকার কমিশন এর সহ-সভাপতি মোঃ গাজিউর রহমান ইমরান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আজিজ আহমেদ ফরহাদ ।
এছাড়াও উপজেলা মানবাধিকার কমিশন এর মধ্যে বক্তব্য রাখেন সহ- সভাপতি সহকারী প্রধান শিক্ষক মোঃ জালাল আহমেদ , বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবু তাহের , সাংবাদিক জালাল উদ্দিন রুমি,উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর , এডভোকেট মোঃ শামীম চৌধুরী প্রমুখ ।
বক্তব্য শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি সহ সংগঠনের সকল সদস্য বৃন্দরা অসংখ্য হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দেন ।