এ.কে.এম. নুরুজ্জামান তরফদার : অনেক দিনের স্বপ্নের সংঘটন সিলেট বিভাগীয় চাকুরিজীবী পরিষদ, ঢাকা অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে যাত্রা শুরু হল।
বিহত্তর সিলেট অঞ্ল থেকে রাজধানী ঢাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে কম©রত চাকুরিজীবীরা বিভিন্ন সময় কম©ক্ষেত্রে অহেতুক অন্যায়, অবিচার, অবহেলা বঞ্চনা স্বীকার হয়েছেন। বিভিন্ন সময় অবহেলা বঞ্চনা দুখঃ কষ্ঠের কথা ইচ্ছা থাকা সত্বেও প্রকাশ করা বা এর সুষ্ঠ সমাধান পাওয়ার জন্য চাকুরীজীবিদের তেমন কোন সংঘঠন ছিল না ।
সিলেট বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের নিয়ে গঠিত হল সিলেট বিভাগীয় চাকুরীজীবি পরিষদ।গত ১৫-৬-২০১৫ তারিখে ঢাকা টির্চাস ট্রেনিংকলেজ মিলনায়তনে- সিলেট বিভাগীয় চাকরিজীবী পরিষদ, ঢাকা এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্টান এর মাধ্যমে এর যাত্রা শুরু হল।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, বিশেষ অতিথি সম্মানিত সদস্য পিএসসি জনাব ফণীভুষন চৌধুরী, পরিষদের সভাপতি বনমালী ভৌমিক, সাধারন সম্পাদক এম কুতুবউদ্দিন সোহেল, কোষাধ্যক্ষ আ ফ ম সিরাজুল ইসলাম (শামীম), সমাজকল্যাণ সম্পাদক সেলিম চৌধুরী, অনুষ্ঠানের সদস্য সচিব ও সহ-সাধারণ সম্পাদক এ এইচ সাইদুল হক চৌধুরী, প্রচার সম্পাদক সৈয়দ মো. সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রমজান আলীসহ পষিদের নেতৃবৃন্দ ও ঢাকাস্থ সিলেটী চাকরিজীবীদের উল্লেখযোগ্য অংশ উপস্হিত ছিলেন ।