স্টাফ রিপোর্টার :
‘নির্মল করো,মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’ প্রতিপাদ্যকে সামনে রেখে জহুর চান বিবি মহিলা কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ নতুন বছর ১৪৩০কে বরণ করেছেন নানাকর্মসূচির মাধ্যমে।
সকালে কলেজে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তারপর শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
জাতীয় সঙ্গীত ও এসো এসো হে বৈশাখ গানের মাধ্যমে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। এ উপলক্ষে আয়োজিত ‘ বাংলা নববর্ষ, অসাম্প্রদায়িক চেতনা ও বঙ্গবন্ধু ‘ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে একাদশ শ্রেণির ছাত্রী যারিন শাইমা। কর্মসূচিতে অংশ নেন কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক শামীমা আক্তার, প্রভাষক আরিফুর রহমান, প্রভাষক শ্বাশতি পাল,সহকারী শিক্ষক ইমরানুল হক শাকিল, অফিস সহকারী রুবেল মিয়া, রেহান শাহ।