স্টাফ রিপোর্টার ॥
বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নে বোরো ধান কর্তন উৎসব উদযাপিত হয়েছে। গতকাল ১৩ এপ্রিল বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মো: নুরে আলম সিদ্দিকী, বানিয়াচং উপজেলা কৃষি অফিসার মোঃ এনামুল হক, সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জয় দাস প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, উন্নত জাতের ধান চাষ এবং কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা অনেক আগেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। কৃষকদের অসামান্য অবদানের ফলে বাংলাদেশ সেই কৃতিত্ব ধরে রেখেছে। তিনি উপস্থিত কৃষকদের দাদন ব্যবসায়ীদের হাত থেকে মুক্তি পেতে সহজ শর্তে ব্যাংক থেকে কৃষি ঋণ গ্রহণের পরামর্শ প্রদান করেন।