নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অজ্ঞাতনামা ব্যক্তির (৫৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১০ এপ্রিল) ভোর রাতে শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশের একটি পরিত্যক্ত ভবন থেকে এই লাশ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।
তবে এখন পর্যন্ত মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের ধারণা তিনি আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামাল বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। তবে তার পরিচয় এখনো সনাক্ত করা যায়নি।
ময়নাতদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ ২৫০ শয্যা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে আত্মহত্যার আলামত পাওয়া গেছে।