হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রামে অ্যাডভোকেট মো. আবু জাহির হাই স্কুলের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে।
শুক্রবার বিকেলে হবিগঞ্জ -৩ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্কুলের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।
পরে বহুলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামীলীগ পোদ্দারবাড়ী আঞ্চলিক কমিটির উদ্যোগে গোপায়া ইউনিয়ন আওয়ামীলীগের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোপায়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মরতুজ আলীর সভাপতিত্বে ও পোদ্দারবাড়ী আঞ্চলিক কমিটির সাধারন সম্পাদক তানভীর আহমেদ জুয়েলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এমপি আবু জাহির বলেন, বহুলাবাসী আমাকে স্কুল প্রতিষ্ঠার দায়িত্ব দিয়ে তারা প্রমাণ করেছে আমাকে তারা নিজেদের সন্তান মনে করে। আমিও এই এলাকার সন্তান হিসাবে স্কুল প্রতিষ্ঠার দায়িত্ব গ্রহণ করেছি। ইতোমধ্যে মাটি ভরাটের জন্য অর্থ বরাদ্ধ করা হয়েছে।
প্রাথমিকভাবে একটি আধা পাকা ভবন নির্মান করে জানুয়ারী মাসে হাই স্কুলের কার্যক্রম শুরু করা হবে। এলাকাবাসীর প্রত্যাশা অনুযায়ী অচিরেই এটিকে কলেজেও রূপান্তর করা হবে।
তিনি এলাকার রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়নের ব্যাপারে আন্তরিকভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, মশিউর রহমান শামিম, উপ-প্রচার সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মস্তোফা কামাল আজাদ রাসেল, সাবেক সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম, বর্তমান সভাপতি ডা. ইশতিয়াক রাজ চৌধুরী, সাধারন সম্পাদক মুকিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহি, গোপায়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম, অধ্যক্ষ রফিক আলী, গোপায়া ইউনিয়নের চেয়ারম্যান চৌধুরী মিজবাউল বারী লিটন, চৌধুরী আতাউর রহমান, শাহ মতিউর রহমান, আরফান হাজী, নজরুল ইসলাম সিদ্দিকী, জাহির আহমেদ, সামসুজ্জামান চৌধুরী, জাকারিয়া চৌধুরী, নুরুল ইসলাম সরদার, সৈয়দ হোসেন, সাব্বির আহমেদ রনি, পার্থসারথি রায়, ডাঃ মুখলিছুর রহমান, কুতুব উদ্দিন তালুকদার, জালাল সরদার, আহাম্মদ আলী,আব্দুর রশিদ, আলমগীর আলম, লস্কর গাজী, আছকির মিয়া, সামছুল ইসলাম, নুর হোসেন, আবদুন নুর, সাহাব উদ্দিন, স্বপন মিয়া, ইউছুব আলী, এনাম মিয়া প্রমুখ।