স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে।
আগামীতেও এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। এ জন্য বিএনপি-জামায়াত এবং স্বাধীনতা বিরোধী সকল অপশক্তির ষড়যন্ত্র প্রতিহত করে জননেত্রী শেখ হাসিনাকে আগামী নির্বাচনে বিজয়ী করতে হবে। এরজন্য দলের প্রতিটি নেতাকর্মীকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
শনিবার বিকেলে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দেশব্যাপি বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালিবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও পৌর মেয়র আতাউর রহমান সেলিম।