হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার দুর্লভপুর গ্রামে রাস্তা নিয়ে সংঘর্ষে মহিল সহ ২০ জন আহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘনাটি ঘটে।
আহত সুত্রে জানাযায়, ওই গ্রামের আলিম উদ্দীনের বাড়ীর রাস্তা ভাঙ্গিয়া জোরপুর্ব রাস্তা নির্মাণ করা চেষ্ট চালায় মকছুদ আলী ও তার লোকজন। এসময় আলিম উদ্দীন বাধা দিয়ে মকছুদ আলী ও তার লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আলিমের বাড়ীতে হামলা ভাংচুর চালায়।
এসময় আলিম উদ্দীনের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে।
খবর পেয়ে সদর থানা একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
গুরুত্বর আহত অবস্থায় জহুর আলী,সমুজ আলী, সুরুজ আলী, দরবেশ আলী,জুয়েল মিয়া, রুবেল মিয়া, জুনাব আলী, মোহন মিয়া, ভুইয়া মিয়া ও আলিশ উদ্দীনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।