স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের মাধবপুর থেকে মহান মুক্তিযুদ্ধের ৫২ বছর পরে পাক হানাদার বাহিনীর সৈনিকের ব্যবহৃত ধাতবের তৈরী একটি টুপি গত ১ এপ্রিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টুপিটি মুক্তিযুদ্ধ গণহত্যা যাদুঘরে প্রদর্শণের জন্য হস্তান্তর করা হয়েছে ।
সাংস্কৃতিক মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় ইতিহাসবিদ ড. মুনতাসীর মামুনের তত্ত্বাবধানে মুক্তিযুদ্ধ গণহত্যা যাদুঘর কর্তৃক পরিচালিত জরিপ কাজে হবিগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এটি ৬ এপ্রিল কর্তৃপক্ষের হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন গণহত্যা -নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্রের প্রকল্প পরিচালক বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. মুনতাসীর মামুন, পরিচালক ড. চৌধুরী শহীদ কাদের, বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সভাপতি অধ্যাপক ড. মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক ড. মুর্শেদা বিনতে রহমান,বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান শাহীন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আহমদ শরীফ, গবেষক মাহফুজুর রহমান, আশরাফুন নাহার লতা।
একাত্তরের গণহত্যার তথ্য সংগ্রহ করতে গিয়ে এক পর্যায়ে এটি উদ্ধার করেন মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। ১ এপ্রিল শনিবার মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য মো. ফুল মিয়ার নিকট থেকে তথ্য পেয়ে দৈনিক ভোরের ডাক পত্রিকার মাধবপুর প্রতিনিধি তোফাজ্জল হোসেন চৌধুরীকে সাথে নিয়ে সুরমা চা বাগানের ১০ নম্বর ছনটিলা এলাকার মুক্তিযুদ্ধের সংগঠক নন্দলাল মুন্ডার নিকট থেকে পাক আর্মির এই ধাতব টুপিটি উদ্ধার করেন। এটি মুক্তিযুদ্ধ যাদুঘরে সংরক্ষণ করে রাখার জন্য নন্দলাল মুন্ডা আল মামুনের নিকট হস্তান্তর করেছেন।