প্রথম কারণ হচ্ছে, রুবেল জামিন পাওয়ার পর হ্যাপি সংবাদমাধ্যমের কাছে কিছু ‘অকাট্য প্রমাণ’ হাজির করেছেন। রুবেল সম্পর্কে চাঞ্চল্যকর তথ্যও দিয়েছেন। এ বিষয়ে হ্যাপি প্রথম কথা বলেন ঢাকাটাইমসের সঙ্গে। সেদিন তিনি বলেন, ‘রুবেলের ফ্লাটে আরো মেয়েরা আসত। রুবেল ওদের নিয়ে মদ খেত। এসব আমার নজরে পড়লে আমাকে ও এড়িয়ে চলতে শুরু করে।’ কথা প্রসঙ্গে সেদিন হ্যাপি বলছিলেন, ‘আমার কাছে ফোন রেকর্ড আছে। আপনারা শুনলে সব বুঝতে পারবেন।’
এরপর বেশ কয়েকটি পত্রিকায় এ খবর প্রচারিত হয়। এরমাঝে আবার দেশের একটি বেসরকারি টেলিভিশনের কাছে হ্যাপি ফোনালাপ সরবরাহ করেন।
অন্যদিকে রুবেল এখনো সংবাদ সম্মেলন করেননি। আইনজীবী মারফত একবার শুধু বলেছেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার।’ তবে সেটা ছিল তথাকথিত এক আসামির দাবি।
রুবেল নীরব। হ্যাপি সরব। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে, ‘তবে কী ওই নীরবতায় সম্মতির লক্ষণ?’
রুবেলের সংবাদ সম্মেলনের দিকে তাকিয়ে আছে দেশ। তাকিয়ে গোটা সংবাদমাধ্যম। কেননা রুবেলের নামে যে অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগ নিয়ে যা হচ্ছে। তা এ যাবতকালের বাংলাদেশ ক্রিকেটের সব কলঙ্ককে হারা মানায়।
দেশের ক্রিকেটভক্তদের আশা- রুবেল কথা বলবেন। দোষী না হলে বাউন্সারে উড়িয়ে দেবেন সব ষড়যন্ত্র। আর দোষী হলে সব স্বীকার করবেন। শাস্তি মাথা পেতে নেবেন। একজন নারীকে তার যোগ্য সম্মান দেবেন। কলঙ্কমুক্ত হবে বাংলার ক্রিকেট।