শেখ মোঃ হারুনুর রশিদ,চুনারুঘাট থেকে:
শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্দেশ” স্লোগানকে ধারণ করে চুনারুঘাটের রাণীগাঁও ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ করা হয়েছে।
মহিলাবিষয়ক অধিদপ্তর পরিচালিত দুস্থ মহিলা উন্নয়ন ভিজিডি থেকে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি)কর্মসূচির নতুন নামকরণ করা হয়েছে।
২০২৩-২০২৪ অর্থ বছরের জানুয়ারি থেকে নতুন নামের কর্মসূচির আওতায় দরিদ্র নারীরা উপকারভোগী হিসেবে দেশব্যাপী তালিকাভুক্ত হয়েছেন।তাঁদের আবেদন প্রক্রিয়াকে সহজ করতে এবার চালু হয়েছে অফলাইন অ্যাপ।
এরই ধারাবাহিকতায় হবিগঞ্জের চুনারুঘাটের রাণীগাঁও ইউনিয়নের ভিডব্লিউবি উপকারভোগীদের মাঝে কার্ড ও চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারী)বেলা সাড়ে ১১টায় চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের ২৫০ জন উপকারভোগীদের মাঝে কার্ড ও চাল বিতরণ করা হয়।চলতি বছরের জানুয়ারী থেকে মার্চ মাস পর্যন্ত একসাথে ৩ মাসে ৩০ কেজি করে জনপ্রতি ৯০ কেজি চাল বিতরণ করা হয়েছে।যার মোট পরিমাণ দাড়িয়েছে ২২ হাজার ৫’শ কেজি।
ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আলী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য জাহাঙ্গীর আলম,মোঃ সিরাজুল ইসলাম,এসএম সুলতান খান,মোঃ কাছুম আলী,মোঃ দুলাল মিয়া,মোঃ আবুল খায়ের,মোঃ খলিলুর রহমান,মোঃ আইয়ূব আলী ও মোঃ সরুজ আলী প্রমুখ।