চুনারুঘাট প্রতিনিধি ঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শতন রাস্তার মোড় থেকে বিদেশি মদসহ আব্দুস সোবহান (৪০) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।
আটককৃত যুবক ওই উপজেলার পশ্চিম পাকুরিয়া সিংহপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের পুুত্র। ডিবি পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এস আই মালেকের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে উপজেলার শতন রাস্তার মোড় এলাকার জনতার ব্যাংকের নিচ থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ৪ বোতল বিদেশীমদ উদ্ধার করা হয়। রাতেই ডিবি পুলিশ আটককৃত যুবককে সদর মডেল থানায় সোপর্দ করে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।