স্টাফ রিপোর্টার ॥
শায়েস্তাগঞ্জের শেরপুরে অভিযান চালিয়ে ১৫০ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গতকাল মঙ্গলবার সকালে পরিদর্শক কাজী হাবিবুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ব্রাহ্মণডোরা ইউনিয়নের মৃত জয়নাল আবেদীনের পুত্র আব্বাস মিয়া (৪৬) ও শিশু মিয়ার পুত্র শরিফ মিয়া (২৬) কে আটক করে।
এ সময় উল্লেখিত পরিমাণ ইয়াবা উদ্ধার করে। পরে তাদের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়।